মনীষ খুনের ঘটনায় ব্যারাকপুর আদালতে চার্জশিট দাখিল সিআইডির

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ জানুয়ারি: বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালতে চার্জশিট দাখিল করল সি আই ডি। মণীশ খুনের ৮৭ দিনের মাথায় সি আই ডি চার্জশিট দাখিল করল।

সি আই ডি সূত্রের খবর, মোট ১০ জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে যে ১০ অভিযুক্তের নাম রয়েছে, তারা হল সনু রায়, সুবোধ রায়, মহম্মদ খুররম খান, নাসির আলী, সুজিত রায়, রওশন রায়, মহম্মদ গোলাম, পবন রায়, অমর যাদব, রাজা রায়। এদের প্রত্যেকের বিরুদ্ধে সিআইডি ৩০২, ৩৪, ১২০বি, ২০১, ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সিআইডি সূত্রের খবর, এই খুনের ঘটনায় ১০ জন সন্দেহের তালিকায় রয়েছে। তাদের মধ্যে নাম রয়েছে ব্যারাকপুর পৌরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড় পৌরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরী। মণীশ শুক্লা খুনের ঘটনায় মনীষের পরিবারের সদস্যরা টিটাগড় থানায় যে অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগপত্রে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার দুই পৌর প্রশাসক উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর। এই ২ প্রশাসককে সিআইডি কর্তারা ২ বার ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। তবে তাদের নাম এদিনের চার্জশিটে লেখা হয়নি। শুধুমাত্র সন্দেহের তালিকায় সি আই ডি যে ১০ জনের নাম উল্লেখ করেছে, সেই তালিকায় উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর নাম আছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তৃণমূল নেতা উত্তম দাস বলেন, “বিজেপি আমাকে ও প্রশান্তকে হেনস্থা করার জন্য অভিযোগপত্রে নাম লিখেছে। মনীষ খুনের ঘটনায় সি আই ডিকে আমরা সব সময় সাহায্যের জন্য প্রস্তুত। আগেও ২ বার ওরা আমাদের সঙ্গে কথা বলেছে, ডাকলে আবার ওদের সঙ্গে কথা বলব। তবে মনীষ খুনের ঘটনায় আমাদের ১% ও যোগ নেই। সি আই ডি তদন্ত করছে, তদন্ত করুক।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here