বাঁকুড়ায় শিশু পাচার কান্ডের তদন্ত সিআইডির হাতে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুলাই:
বাঁকুড়ায় শিশু পাচার কান্ডের তদন্তের ভার সিআইডির হাতে। আজ পাঁচ জনের এক সিআইডি দল বাঁকুড়া আসেন এই ঘটনার তদন্তে। দলটি প্ৰথমে বাঁকুড়া সদর থানায় এসে সমস্ত ঘটনা নথিভুক্ত করে কালপাথরে অবস্থিত জহর নবোদয় স্কুল সরেজমিনে দেখতে আসেন।
যদিও এ বিষয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।

উল্লেখ্য, বাঁকুড়া সদর থানার কালপাথরে অবস্থিত জহর নবোদয় স্কুলের অধ্যক্ষ, স্কুলের এক শিক্ষিকা সহ আট জনকে শিশু পাচাৱ চক্ৰে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্ৰেপ্তার করেছে। শিশু পাচার চক্ৰের জাল কতটা বিস্তৃত তা জানতে পুলিশ ইতিমধ্যেই স্কুলের অধ্যক্ষ ও ধৃত শিক্ষিকার মোবাইল কললিস্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে।

এদিকে শিশু পাচারকান্ড নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। জেলার সাংসদ তথা কেন্দ্ৰীয় প্ৰতিমন্ত্ৰী ডাঃ সুভাষ সরকার এই কান্ডের দ্ৰুত তদন্ত ও দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *