১৮ টি রাজ্যের ২১০ জন প্রতিনিধি নিয়ে মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের শহর পরিক্রমা

আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মে: মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে বুধবার থেকে মিনিস্ট্রি অফ ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সহায়তায় যে জাতীয় সেবা প্রকল্পের রাষ্ট্রীয় একতা শিবির চলছে আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে কলেজে ১৮ প্রদেশের ২১০ জন প্রতিনিধি ও মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ মেদিনীপুর শহর পরিক্রমা করল।

এই পরিক্রমা কলেজ থেকে শুরু করে রাঙামাটি কেরানিতলা বটতলা গোলকুঁয়াচক মেদিনীপুর কলেজ এলআইসি তাঁতিগেড়িয়া হয়ে মহিলা কলেজে শেষ হয়। এই পরিক্রমায় ১৮টি প্রদেশের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের কৃষ্টি তুলে ধরে যা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ। এই পরিক্রমার মূল উদ্দেশ্য বিভিন্নতার মধ্যে ঐক্য।

উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পৌরপিতা সৌমেন খান, বিধায়ক মাননীয় দীনেন রায়, মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা, এনএসএস এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার, এনএসএস-এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা দেবযানী মুখার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *