পাঁশকুড়ার যানজট সমস্যা সমাধানে নাগরিক কনভেনশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: পাঁশকুড়ায় রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিংয়ে যানজট এড়াতে রেল লাইনের উত্তর দিকে লাইন বরাবর লেভেল ক্রসিং থেকে বালিডাংরী রেল পুল পর্যন্ত লিংক রোড তৈরী, লেভেল ক্রসিং-এ উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণের দাবিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের পাঁশকুড়া শাখার আহ্বানে আজ পাঁশকুড়া স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন নাগরিক প্রতিরোধ মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা শাখার আহ্বায়ক মধুসূদন বেরা, দেব দুলাল ঘোড়ই, তপন নায়ক, সেখ সৈয়দ, ফরিদা বিবি, শ্রাবন্তী মন্ডল প্রমুখ।

কনভেনশন থেকে উপরোক্ত দাবিগুলি আন্দোলনের মাধ্যমে আদায়ের লক্ষ্যে গঠিত হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পাঁশকুড়া শাখা। প্রায় ৪ শতাধিক নাগরিকদের উপস্থিতিতে এই কনভেনশন হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঁশকুড়া স্টেশন বাজারে প্রবেশ করতে বাধা হল লেবেল ক্রসিং। যেখানে প্রায় ১ ঘন্টারও বেশি মানুষকে আটকে থাকতে হয়। যার উত্তর দিকে পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, দক্ষিণ দিকে বিখ্যাত সবজি মার্কেট ও রেল বুকিং কাউন্টার। যেখানে নিত্যদিন অন্তত এক লাখ মানুষ যাতায়াত করেন তমলুক ও ঘাটাল মহকুমার। দীর্ঘদিন রেল দপ্তর জনসাধারণের এই দাবিকে মান্যতা না দেওয়ায় অধিবাসীরা এই কনভেনশনের মধ্য দিয়ে আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে গঠন করেন এই কমিটি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here