দাসপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিভিক ভলান্টিয়ার

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জানুয়ারি: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দাসপুর থানার এক সিভিক ভলান্টিয়ার।গুরুতর জখম হয়েছেন তিনি। তার নাম বীরেশ সাঁতরা। শুক্রবার রাতের ঘটনা।

জানা গিয়েছে, বীরেসবাবু তাঁর এক সহকর্মীর সাথে খুকুড়দহ বাজারে রাতে কর্তব্যরত ছিলেন। ডিউটি শেষ হয়ে গেলে বীরেশবাবু তার বাড়ি দাসপুর থানার লক্ষীকুন্ডুতে ফিরছিলেন।ফেরার পথে দাসপুরের কুচামারি এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। একটি ছোট গাড়িতে কয়েক জন দুষ্কৃতী তার চোখে তীব্র টর্চ লাইটের আলো ফেলে। এরপর গাড়ি থেকে নেমে এসে দুজন দুষ্কৃতী মুখে কাপড় চাপা দিয়ে বেধড়ক মারধর শুরু করে বীরেশবাবুকে। লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারতে থাকে দুষ্কৃতীরা। ভোরের দিকে বীরেশবাবুকে উদ্ধার করে এলাকার মানুষজন।

ওই দিন রাতেই ওই এলাকা থেকে ৬টি গরু চুরি হয়েছে। স্থানীয় মানুষজনের অনুমান গরু চোরের হাতে আক্রান্ত হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। দাসপুর থানার পুলিশ বীরেষবাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here