লাঠি বা বন্দুকের বদলে সিভিক ভলান্টিয়ার্সদের হাতে কোদাল, বেলচা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর: সিভিক ভলান্টিয়ার্সদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে বহুবার। কিন্তু, এবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে ধরা পড়ল সম্পূর্ণ ভিন্ন চিত্র। পথ দুর্ঘটনা এড়াতে রাস্তায় থাকা গর্ত ভরাট করছে সিভিক ভলান্টিয়ার্সরা। আর তাড জন্য তারা হাতে তুলে নিয়েছে কোদাল, বেলচা।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা – বাজকুল রাজ্য সড়কের কোটনাউড়ী মোড় থেকে গান্ধী রোড পর্যন্ত রাস্তা। গত কয়েক দিনে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। যার মূল কারণ, রাস্তার এই অংশে থাকা বেশ কয়েকটি বিপজ্জনক গর্ত। সেই দুর্ঘটনা এড়াতে রাস্তার গর্ত ভরাট করতে উদ্যোগ নিল ভগবানপুর থানার সিভিক ভলান্টিয়ার্সরা। কোদাল, বেলচা নিয়ে নিজেরাই নেমে পড়ল রাস্তায়। রাস্তার বিভিন্ন স্থানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর একত্রিত করে এনে ফেললেন গর্তে। ভরাট হল রাস্তার গর্ত। এটা স্থায়ী সমাধান নয় ভালোভাবেই জানে তারা। তবুও সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতেই তাদের এই উদ্যোগ বলছে সিভিক ভলান্টিয়ার্সরা। সিভিক ভলেন্টিয়ার্সদের এই কাজে খুশি পথচারী সহ এলাকার মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here