ফের সংঘর্ষ! অরুণাচলের তাওয়াং সীমান্তে ৩০০ চিনা সেনার হামলা রুখে দিল ভারতীয় সেনা

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন তাওয়াং এলাকায় গালওয়ান সংঘর্ষের স্মৃতি ফের ফিরে এলো। ভারতীয় সেনাদের উপর আক্রমণ করল চিনের লাল ফৌজ। সংঘর্ষে
কমপক্ষে ৬ জন ভারতীয় সেনা আহত হওয়ার খবর মিলেছে।

৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। সূত্রের খবর, ৯ ডিসেম্বরে সংঘর্ষে দু’পক্ষেরই সেনা জখম হয়েছেন। তবে লাল ফৌজের বেশি সেনা আহত হয়েছে বলে খবর। সংঘর্ষের পরে দু’পক্ষের সেনাকেই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, চিনের ৩০০ লাল ফৌজ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলে এসেছিল ভারতের দিকে। তখন দৃঢ়ভাবে বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী। যা সংঘাতের আকার নেয় দ্রুত। ২০২০ সালের জুলাই মাসে গালওয়ানের পর এই প্রথম মুখোমুখি সংঘাতে জোড়ালো দু’দেশের বাহিনী। সেবারের রক্তক্ষয় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। গালওয়ানের ঘটনার পর থেকে একাধিকবার বৈঠকে বসেছেন দু’দেশের সেনা। কিন্তু সেটা যে পুরোপুরি সমাধান হয়নি অরুণাচলের ঘটনায় তাই প্রমাণ। যদিও তাওয়াং সীমান্তে চিনা বাহিনীর এই উৎপাত কিন্তু নতুন নয়।

বরাবরই অরুণাচলের একাংশকে নিজেদের অংশ বলে দাবি করে চিন বারবার। এই অংশে সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনা। ২০২১ সালে অক্টোবর মাসেও এই এলাকাতে ঢুকে পড়েছিল বহু সংখ্যক চিনা সেনা। তবে সেবার এত মারাত্মক আকার নেয়নি। এবারে সংঘর্ষের জেরে ৬ জন ভারতীয় সেনা জখম হন। তাদের চিকিৎসার জন্য গুয়াহাটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ভারতে থেকে বেশি ক্ষয় ক্ষতি হয়েছে চিনের। ভারতের থেকে চিনের সেনারাই বেশি আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শুক্রবার রাতে হামলার সময় ভারতীয় সেনা সংখ্যায় কম ছিল। চিনা সেনা অনেক বেশি ছিল তারপরেও সেই হামলার সফলভাবে রুখে দেওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *