গ্রামে পরিযায়ী শ্রমিক ঢোকাকে কেন্দ্র করে রণক্ষেত্র তুলসীবেড়িয়া

আমাদের ভারত, হাওড়া, ৩০ মে: মুম্বাই থেকে আসা ১১ জন পরিযায়ী শ্রমিকের গ্রামে ঢোকাকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া। শনিবার সকালের এই ঘটনায় ইট বৃষ্টি, বাড়ি ভাঙ্গচুরের পাশাপাশি বোমাবাজির অভিযোগ ওঠে উভয়পক্ষের বিরুদ্ধে। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে মুম্বাই থেকে ১১ জন পরিযায়ী শ্রমিক তুলসীবেড়িয়ার সর্দার পাড়ায় আসে। পরে শ্রমিকরা পাড়ার শেষ প্রান্তে একটি বাড়িতে থাকলেও খালপাড়ার বাসিন্দারা আপত্তি জানায়। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা ছড়ালে রাতেই রাজাপুর থানার পুলিশ পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠায়। স্থানীয় সূত্রে খবর, রাতে পরিস্থিতি স্বাভাবিক হলেও শনিবার সকাল থেকেই পুনরায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ইট বৃষ্টি বোমাবাজির পাশাপাশি বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ ওঠে উভয়পক্ষের বিরুদ্ধে।

গ্রামে সংঘর্ষের খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিস মৌর্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। নামানো হয় র‍্যাফ। পরে পুলিশ ৫ জন গ্রামবাসীকে গ্রেফতার করে।

ঘটনা সম্পর্কে সর্দার পাড়ার বাসিন্দাদের অভিযোগ, কেন গ্রামে পরিযায়ী শ্রমিক ঢুকেছে এই অভিযোগে শনিবার সকাল থেকেই খালপাড়ার বাসিন্দারা তাদের উপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙ্গচুর করেছে। যদিও খালপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাদের কথায় পুলিশ শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেছে এই অভিযোগে সর্দার পাড়ার বাসিন্দারা তাদের উপর হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *