
আমাদের ভারত, ১৮ মার্চ:
নিজের রাজ্যে প্রায় সব মাদ্রাসা বন্ধ করেছেন। এবার কর্নাটকের ভোট প্রচারে গিয়ে সেখানেও সব মাদ্রাসা বন্ধ করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন ৬০০ মাদ্রাসা আমি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি। আগামী দিনে সব মাদ্রাসা বন্ধ করব।
হিমন্ত বলেছেন, আধুনিক ভারতের মাদ্রাসার কোনও জায়গা নেই। প্রয়োজনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে।
অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিচ্ছেন, সব মাদ্রাসা বন্ধ করে সেখানে স্কুল কলেজের মতো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক। কারণ মাদ্রাসায় তৈরি হয় মোল্লা আর ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার, দার্শনিক। হিমন্তের স্পষ্ট কথা বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী এসে অসমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ওদের আটকাতে চাই। তাই আমি চাই সব মাদ্রাসা বন্ধ হোক। আমি চাই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় হোক।
হিমন্তের নির্দেশে অসমের ৬০০-রও বেশি সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তুঙ্গে উঠেছে। বিরোধীদের একাংশ সরব হয়েছে। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে, কিন্তু নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে হিমন্ত বুঝিয়ে দিলেন বিজেপি আগামী দিনে এই পথেই হাঁটবে। হিমন্তের কথায়, “কেউ মুসলিম বা গর্বিত খ্রিস্টান বলে দাবি করেন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমি চাই এদেশে এমন মানুষ হোক যারা নিজেদের গর্বিত হিন্দু বলে পরিচয় দেবে।”