আমফান-করোনায় ক্ষতিগ্রস্ত সিনেমা হল কর্মীদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত সিনেমা হল। তার ওপর আমফান ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বেশ কিছু সিনেমা হলও। আনলক ৪-এ জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করার জন্য একাধিক ছাড় দিলেও এখনও সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি।

এতদিন ধরে সিনেমা হল বন্ধ থাকায় আর্থিক সমস্যা, মাত্রাছাড়া ইলেকট্রিক বিল ইত্যাদি বিষয় গলায় ফাঁসের মত চেপে বসেছে কর্মীদের। এই নিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। তাদের ডাকে সাড়া দিয়ে এবার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আমফান ঝড়ের দাপটে রাজ্যের যে সকল হলগুলিতে বিপুল ক্ষতি হয়েছে তাদের ২ লক্ষ টাকা ও অল্প ক্ষতিগ্রস্ত হলগুলিকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। তবে প্রত্যেক হল মালিকদের নির্দিষ্ট তথ্য নিয়ে তাদের জেলায় জেলাশাসকদের কাছে আবেদন জানাতে হবে। সেখান থেকেই নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তবে মাল্টিপ্লেক্সের হল মালিকদের জন্য এই ক্ষতিপূরণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *