সবংয়ে ফায়ার স্টেশন ও রুইনানে এসবিএসটিসি বাস ডিপো ও বাস টার্মিনালের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জানুয়ারি: আজ সবং ব্লকের ৫ নম্বর সাতা অঞ্চলে ফায়ার স্টেশন ও রুইনান বাসস্ট্যান্ডের পাশে ২ একর জায়গার উপর
এসবিএসটিসির বাস ডিপো ও বাস টার্মিনালের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে প্রকল্প দুটির উদ্বোধন করেন তিনি। দুটি জায়গায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক  রেশমি কমল ও পুলিশ সুপার  দিনেশ কুমার, জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, সাংসদ ডাক্তার মানস ভুঁইঞা। ফায়ার স্টেশন ও বাস টার্মিনালের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন মানস ভুঁইঞা। বিধায়ক গীতা রানী ভু্ঁইঞা, এডিএমজি সুদীপ সরকার, এসডিও আজমাল হোসেন, এসবিএসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর কিরণ গোদালা।

বি ডিও তুহিন শুভ্র মহান্তি জানান, ফায়ার স্টেশন তৈরিতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। বনাই  গ্রামের অধিবাসী মলয় দাস  ৪৩ ডেসিমেল জায়গা দান করেছেন। তার উপরেই  ফায়ার স্টেশন তৈরি হবে। অন্যদিকে যে বাস ডিপো ও বাস টার্মিনাল হচ্ছে সেজন্য পঞ্চায়েত সমিতি ২ একর জায়গা দিয়েছে। আনুমানিক তিন কোটি টাকা খরচ হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here