
কুমারেশ রায়, আমাদের ভারত, খড়্গপুর, ৯ ডিসেম্বর:
একদিকে লোকসভায় যখন এনআরসি বিল পাশ নিয়ে উত্তাল পরিস্থিতি ঠিক তখনই খড়্গপুরের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিলেন কোনো ভাবেই এ রাজ্যে তিনি এনআরসি লাগু করতে দেবেন না। খড়্গপুর আসনে দলের প্রার্থী প্রদীপ সরকারের জয়ের পর খড়্গপুরের মানুষকে তিনি ধন্যবাদ জানাতে আসেন।
এদিন দুপুরে হেলিকপ্টারে তিনি রাবণ পোড়া ময়দানে নামেন। পাশেই সভাস্থল। রাজ্য মন্ত্রিসভার একঝাঁক মন্ত্রী তাঁর সঙ্গে ছিলেন। সভার প্রথম থেকেই তিনি একদিকে রাজ্যের উন্নয়ন ও কেন্দ্রের সমালোচনায় মুখর ছিলেন।
মিশ্র ভাষাভাষীর বাস খড়্গপুরের মানুষ এই প্রথম তৃণমূলকে জয়ী করেছে। এখানে বাঙালি, পাঞ্জাবি, তামিল, উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারতীয়রা মিলেমিশে থাকছেন। তাঁরা কখনো কেউ ভাবেনননি যে এনআরসির নাম করে তাদের বিভ্রান্ত করবে দেশের সরকার।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, একদম দেশ ভাগ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। বাংলা একমাত্র রাজ্য যে রাজ্য গরিবী কমাতে পেরেছে। পেঁয়াজ কোথাও ১৫০ টাকা কেজি তো কোথাও ২০০ টাকা কেজি। কেন্দ্র কি করতে পেরেছে ? ওরা শুধু মানুষে মানুষে বিভেদ করে। মানুষকে তাড়াবার কথা বলে। আর আমরা সর্বধমের কথা বলি। এটা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের জায়গা। এখানে সকলে মিলেমিশে থাকেন।
কেন্দ্র সরকারের এনআরসি’কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাহস থাকলে বাংলার একটা লোককে তাড়িয়ে দেখুন। এখানে কোনো এনআরসি , কোনো ক্যাব চলবে না। মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সুবিধা প্রদান করেন। বহু প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন করেন।