হাসপাতালে ভর্তি কোচ পিকে বন্দ্যোপাধ্যায়

তারক ভট্টাচার্য

আমাদের ভারত, ২১ জানুয়ারি: স্নায়ুর সমস্যার মারাত্মক বেড়ে যাওয়ায় আজ হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন ফুটবলার তথা কোচ পিকে বন্দ্যোপাধ্যায়কে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এদিন সকালে তিনি সল্টলেকের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। এর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি ওই হাসপাতালে। পরিবার সূত্রে খবর, পিকের শরীর, সম্প্রতি আগের তুলনায় অনেকটাই ভেঙে গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর অধীনে পিকে বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে পিকে বন্দ্যোপাধ্যায়কে দেখভালের জন্য। সেই মেডিক্যাল টিম এই ময়দান-কাঁপানো প্রাক্তন ফুটবলার তথা কোচকে দেখভাল করছে। পাশাপাশি, পিকে বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়েছে হাসপাতালে। সেই সব পরীক্ষার রিপোর্ট দেখে এই কিংবদন্তি ফুটবলারের চিকিৎসার গতিপ্রকৃতি স্থির করবেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছেন পিকে বন্দ্যোপাধ্যায়। গত অক্টোবরেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে দেখতে সল্টলেকের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি সেখানে প্রাক্তন ফুটবলারের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। পাশাপাশি রাজ্যপাল, পিকের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here