আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন : তমলুকের রত্নালিতে মদের দোকান বন্ধের দাবিতে গণস্বাক্ষর অভিযান নাগরিক কমিটির। তাম্রলিপ্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালিতে জেলা রেজিস্ট্রি অফিসের কাছাকাছি ৫০ মিটারের মধ্যে বছর তিনেক আগে দুটি সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান তৈরি হয়। এই দোকান খোলার বিরুদ্ধে এলাকায় দলমত নির্বিশেষে ‘মদ বিরোধী নাগরিক কমিটি’ গড়ে তুলে লাগাতার আন্দোলন চালায়।
এলাকার মানুষের ক্রমাগত বাধায় একটি দোকান ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আরেকটি দোকান দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পরেও বারবার খোলার চেষ্টা করায় এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মদ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে আরো জোরদার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতরে একটি স্মারকলিপি দেবে এলাকার নাগরিকদের গণস্বাক্ষর করে। তাই আজ রাধাবল্লভপুর গ্রামের ধর্মতলার হাটে এই কমিটির সদস্যরা দুই শতাধিক মানুষের স্বাক্ষর সংগ্রহ করল রাস্তায় দাঁড়িয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই আবগারি দপ্তরের আধিকারিকের কাছে এই স্বাক্ষরিত দাবি পত্র জমা দেওয়া হবে বলে জানালেন কমিটির সদস্যরা।
মদ বিরোধী নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম জানান, আন্দোলনের চাপে দীর্ঘ আড়াই বছর দোকানটি বন্ধ রয়েছে। দোকোনটি আবার খোলা হলে এলাকার সুষ্ঠ পরিবেশ নষ্ট হবে। মানুষের স্বাভাবিক জীবন নষ্ট হবে। মা বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই এলাকা দিয়ে কয়েকটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী যাতায়াত করে, তারাও আগামী দিনে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এলাকার মানুষ অবিলম্বে দোকানটির লাইসেন্স বাতিলের আবেদন জানাচ্ছে। সেই উপলক্ষ্যে কমিটির সদস্যরা গণস্বাক্ষর সংগ্রহ করেছে।