
আমাদের ভারত, হাওড়া, ৯ মার্চ: চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হল দোল উৎসব। এদিন বেলুড় মঠ রামকৃষ্ণ মন্দিরে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই দোল উৎসবের সূচনা করা হয়। তারপর চলে বেলুর মঠের সন্যাসীদের মন্দির প্রদক্ষিণ। এরপর বেলুড় মঠ চত্বরে সন্ন্যাসীরা দোল উৎসবে অংশগ্রহণ করলেন। এদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই দোল উৎসবে অংশগ্রহণ করতে বেলুর মঠে আসে।
মধুরা নস্কর ও লক্ষ্মী মুখার্জি নামে আগত দুজন জানালেন, বেলুর মঠের এই দোল উৎসবে তারা প্রতি বছরই আসেন। এদিন এই উৎসবে অংশ নিয়ে তাদের খুবই ভালো লাগছে বলে জানালেন তারা।