
আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: ছাত্র সংগঠনে ডিএসও’র সর্বভারতীয় কমিটি ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বায়িত সম্প্রদায়িক সম্প্রীতি কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার খড়্গপুর কলেজে ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক ঐক্যের ডাক দেওয়া ভারতীয় মনিষীদের সাম্প্রদায়িকতা বিরোধী প্রবচন প্রদর্শনীর একটি কর্মসূচি পালিত হয়।
সেই সঙ্গে কলেজের ছাত্রছাত্রীদের কাছে
ডিএসও’র মুখপত্র ছাত্র সংহতি নিয়ে যাওয়া হয় এবং বর্তমান সমাজের সঙ্কটময় পরিস্থিতি এবং শিক্ষার বেহাল দশা সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়।