
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন:
ডিওয়াইএফআই তাহেরপুর আঞ্চলিক কমিটি গত ২০দিন ধরে কমিউনিটি কিচেন পরিচালনা করছে। এখনও পর্যন্ত ২১০০ মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ডিওয়াইএফআইয়ের দাবি, এই কিচেন পরিচালনা করার জন্য বিভিন্ন মানুষ, সংগঠন এগিয়ে আসছেন। আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারি সমিতি সমূহের যৌথ কমিটি নদিয়া জেলা শাখার নেতৃত্ব এই কিচেনে আসেন। এই সংগঠন আগামী তিনদিন এই কিচেনের ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেছে। কর্মচারি নেতৃত্বের তরফে ছিলেন জেলা সম্পাদক শংকর দাস মুখার্জি, জেলা নেতৃত্ব দীপক ভট্টাচার্য, সামসেদ শেখ, প্রদীপ বিশ্বাস প্রমুখ।