দলের বেসুরোদের শেয়ালের সঙ্গে তুলনা? বিজেপি বলার পর হুক্কাহুয়ার মত অপমান মনে পড়ছে, বিদ্রোহীদের কটাক্ষ ফিরহাদের

রাজেন রায়, কলকাতা, ৬ ডিসেম্বর: সামনে বিধানসভা নির্বাচন বলে সকলেই যে দলের ভেতরে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন এবং রাজনৈতিক জল মাপছেন বলে মনে করেন তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার বারুইপুরের সভায় ফিরহাদ হাকিম দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেন। জনসভায় কারো নাম উল্লেখ না করলেও শুভেন্দু অধিকারী, অতীন ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কেই পরোক্ষে ফিরহাদ বার্তা দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এদিনের জনসভায় ফিরহাদ হাকিম বলেন, ‘অপমান হচ্ছিল আগে বললেন না কেন? এতদিন কেন মন্ত্রী থাকলেন? বিজেপি এসে কানের কাছে বলছে তারপর মনে পড়ল? আর একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। তৃণমূল সাগরের মতো। আমি সম্মান পেলাম কিনা বড় কথা নয়। মানুষ পেল কিনা বড় কথা।’

বিজেপি রাজ্যে মুসলিম ভোট ভাগ করার লক্ষ্যে মিমকে নিয়ে আসছে, এমন দাবি বহুদিন ধরেই করছিল তৃণমূল। সেই নিয়েও এদিনের জনসভা থেকে তিনি বলেন, ‘বিজেপি এ রাজ্যে হায়দরাবাদের পার্টিকে এনে ভোট ভাগ করতে চাইছে। বাংলার মানুষ এত বোকা নয়। অনেকে ভাবছে ভাইজান এলে নতুন হয়তো কিছু হবে। কিন্তু ওদের পক্ষে গেলে নিজেদের পায়ে কুড়ুল মারা হবে।’

‘সাম্প্রদায়িকতা কখনও উন্নয়ন দিতে পারে না। তাই বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন। কেউ কেউ বলছে বাংলাকে গুজরাত বানাবে। গুজরাতে ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সবক্ষেত্রেই গুজরাতের থেকে বাংলা অনেক এগিয়ে। আমরা বাংলাকে গুজরাত করতে চাই না। মানুষের সেবা করতে চাইলে মমতার সঙ্গে থাকুন।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here