হাতির হানায় মৃত ছাত্রের পরিবারের হাতে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০মে: শালবনিতে হাতির আক্রমণে মৃত ছাত্রের পরিবারের হাতে শনিবার বনদপ্তরের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। গত ২৬ মে মঙ্গলবার শালবনী ব্লকের ভীমপুর অঞ্চলের আমজোড় গ্রামে সন্ধ্যেবেলায় রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলার সময় হাতির আক্রমণে রথীন মান্না নামে এক ছাত্রের মৃত্যু হয়।

বনদপ্তরের ক্ষতিপূরণ নিয়ম অনুসারে পিড়াকাটা রেঞ্জের আধিকারিকের উপস্থিতিতে আজ মৃতের পরিবারের হাতে প্রাথমিক অনুদান হিসেবে তিন লক্ষ টাকার চেক তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রী নেপাল সিংহ। পিড়াকাটা বনাঞ্চলের রেঞ্জার ছাড়াও উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, সহসভাপতি বুলবুল হাজরা ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আরো সাহায্য করা হবে। পঞ্চায়েত সমিতি বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের হাতির বিষয়ে সজাগ ও সচেতন থাকার আবেদন জানানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here