সরকারি অনুমোদিত মদের দোকানের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে ভাঙ্গচুর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জানুয়ারি :
গ্রামের মধ্যে সরকার অনুমোদিত মদের দোকানের আড়ালে গভীর রাতে মেয়েদের নাচ গানের আসর বসছে। এই অভিযোগে মদের দোকানে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর ভগবানপুরে।

ভগবানপুর থানা এলাকার মহম্মদপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাত থেকে। গ্রামবাসীদের অভিযোগ, মদের দোকান থাকার ফলে এলাকার সংস্কৃতি নষ্ট হচ্ছে। তারপর নতুনভাবে শুরু হয়েছে বাইরের মেয়েদের আনাগোনা। যা কোনওভাবেই কাম্য নয়। এলাকার মহিলাদের অভিযোগ, মেয়েদের নিয়ে নাচগানের আসর বসে গভীর রাতে। কারোর অভিযোগ, মদ ব্যবসার আড়ালে শুরু হয়েছে দেহব্যবসা। আজ সকালে এলাকার বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলারা ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিক্ষোভে সামিল হন মদ দোকানের সামনে। দোকান মালিক ও গ্রামবাসী মহিলাদের মধ্যে তর্কবিতর্ক লেগে যায়। তারপর উত্তেজিত জনতা ভাঙ্গচুর চালায় মদের দোকানে।

যদিও গ্রামবাসীদের তোলা দেহ ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে দোকান মালিক অবন্তী মান্না। তার দাবি, পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে। পনেরো লক্ষ টাকা লুট হয়েছে দোকান থেকে।

গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই মদের দোকান বন্ধ করুক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *