গান্ধী হত্যার নিন্দা করেও গুজরাট দাঙ্গার স্বপক্ষে যুক্তি তথাগতর

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি: গান্ধীর হত্যাদিবসে হত্যার নিন্দা করেও গুজরাট দাঙ্গার স্বপক্ষে যুক্তি দেখালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবুর মতে, “ওই দাঙ্গা ছিল সেই গণহত্যার প্রতি রক্তাক্ত মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।“

সোমবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “আজ মোহনদাস গান্ধীর হত্যার বার্ষিকী। যে কোনও হত্যাকাণ্ড নিন্দনীয়। গান্ধীর হত্যায় ব্যপ্তিটা দ্বিগুণ। কারণ একদিকে পশ্চাদপদতা, অন্যদিকে ধর্মীয় সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ। বিষয়টা কয়েক বছরের মধ্যেই অসম্মানিত হয়ে যেত।

কিন্তু স্বাধীনতাকামী ভণ্ডরা এখনও ১৯৮৪ সালে শিখদের গণহত্যার কথা উল্লেখ করবে না। অবশ্যই যুক্তি দিতে পারেন যে ওটি একটি দাঙ্গা ছিল না, ওটি একটি হত্যা ছিল। এটির নেতৃত্বে ছিলেন কংগ্রেসের গুন্ডা ললিত মাকেন, এইচ কে এল ভগত, সজ্জন কুমার অ্যান্ড কোং এবং এটিকে প্রধানমন্ত্রীও সমর্থন করেছিলেন, কম নয়!

একমাত্র দাঙ্গাতেই সবচেয়ে বেশি প্রাণহানি-হল দিল্লিতে। কংগ্রেস-নেতৃত্বাধীন লোকেরা তিন হাজারের ওপর শিখকে হত্যা করে। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই ঘটনাকে সমর্থন করেন। তিনি বলেছিলেন, “যখন একটি বড় গাছ পড়ে তখন পৃথিবী অবশ্যই কেঁপে উঠবে”! তবুও ধর্মনিরপেক্ষ ভণ্ডরা কখনও তা উল্লেখ করবে না।

মিথ্যা কথায় কেউ নেহরুপন্থী ‘ধর্মনিরপেক্ষদের’ সাথে পাল্লা দিতে পারবে না। কেউ কেউ এখনও গোধরা হত্যাকাণ্ডের নিন্দা করতে প্রস্তুত নয়। গুজরাট দাঙ্গা ছিল সেই গণহত্যার প্রতি রক্তাক্ত মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। মোদীজি যথাযত তাড়াহুড়ো করে দাঙ্গা থামিয়ে দিয়েছিলেন।“

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here