নীরজ চোপড়াকে অভিনন্দন মমতার

আমাদের ভারত, ৬ মে: ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নীরজ চোপড়ার নাম। মাত্র ০.০৪ মিটারের ক্ষুদ্রতম ব্যবধানে ডায়মন্ড লিগে সোনা জিতে শুক্রবার দোহাতে বাজিমাত করলেন ভারতের সোনার ছেলে। শনিবার তাঁকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা টুইটারে লিখেছেন, “তিনি গেলেন, ছুঁড়ে দিলেন এবং জয় করলেন। তাও আবার! আমাদের সোনার ছেলে নীরজ চোপড়ার কী অসাধারণ মান। দোহা ডায়মন্ড লিগে বিশ্বব্যাপী ৮৮.৬৭ মিটার নিক্ষেপ করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। দেশ আপনাকে এবং আপনার দুর্দান্ত বিজয় উদযাপন করছে।“

প্রসঙ্গত, কয়েক বছর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট (জ্যাভলার) হিসেবে অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন নীরজ। সেই মান যে তিনি এখনও ধরে রাখতে সক্ষম, তা ফের তিনি একবার বুঝিয়ে দিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here