
আমাদের ভারত, ২৬ মে: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফলদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “২০২৩-এর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের এবং পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের এই পরীক্ষায় সফলদের অভিনন্দন জানাই।
আমি অত্যন্ত খুশি যে মোট সফল প্রার্থীর ৫৩% পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের। এই বছর সফল প্রার্থীদের ২৭.৫% মহিলা। তোমাদের চমৎকার মান আমাদের গর্বিত করেছে। আমি সফল শিক্ষার্থীদের, তাদের গর্বিত অভিভাবক এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।“
অপর টুইটে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, “উচ্চ মাধ্যমিক (বৃত্তিমূলক) পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। তোমাদের আগামীর দিনগুলি সাফল্যমন্ডিত হোক।”