সিএএ ও এনআরসি’র প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল কংগ্রেস ও সিপিএমের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি:
দেশজুড়ে প্রনয়ণ করা কেন্দ্রীয় সরকারের সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন ও এনআরসি’র প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস ও সিপিএম। রায়গঞ্জের রাজপথে একই ইস্যুতে আন্দোলনে নেমে প্রতিবাদ মিছিলে পা মেলালেন একদা দুই যুযুধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম ও কংগ্রেস৷ এনআরসি ও সিএএ’র প্রতিবাদে একই সঙ্গে গলা মেলালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল।

কেন্দ্রে বিজেপি সরকারের এনআরসি ও সিএএ’র প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও সিএএ ও
এনআরসি’র প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল কংগ্রেস ও সিপিএম।

জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং সিপিএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে কয়েকশো কংগ্রেস ও সিপিএম সমর্থক প্রতিবাদ মিছিল করে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে মহামিছিল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে শেষ হয়। মিছিলে ছিল একটাই স্লোগান নো এনআরসি, নো সিএএ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here