রাহুলের ডান্ডাপেটা মন্তব্য নিন্দা প্রস্তাবের দাবি ঘিরে লোকসভায় হাতাহাতি

আমাদের ভারত,৭ ফেব্রুয়ারি:রাহুল গান্ধীর ডান্ডাপেটা মন্তব্য ঘিরে রীতিমতো উত্তাল হল সংসদ। তা পৌছালো একেবারে হাতাহাতির পর্যায়ে। শাসক বিরোধী বাকবিতণ্ডায় হাতাহাতির কারণে শুক্রবার দিনের মত অর্থাৎ সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষ ওম বিড়লা। একে অন্যের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ হয়। এককথায় নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল শুক্রবার লোকসভার অধিবেশন কক্ষে।

সম্প্রতি দিল্লির বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেন মোদীকে ডান্ডা পেটা করবে বেকার যুব সমাজ। সেই মন্তব্যের জন্য লোকসভায় নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আর তারপরই কংগ্রেস সাংসদ স্পিকারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি সাংসদরাও হট্টগোল শুরু করে দেন। বাধ্য হয় অধিবেশন মুলতবি করেন অধ্যক্ষ।

শুক্রবার অধিবেশনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন রাহুল। জবাব দিতে ওঠেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জবাব দেবার আগে হর্ষবর্ধন রাহুলের বক্তব্য প্রসঙ্গ টেনে আনেন।স্পিকারের উদ্দেশ্যে হর্ষবর্ধন বলেন, “আমাকে ক্ষমা করবেন,রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তার নিন্দা করতে চাই। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের ভাষা তিনি ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা করছি।” স্পিকার হর্ষবর্ধনকে ঐ প্রসঙ্গ ছেড়ে রাহুলের প্রশ্নের উত্তর দিতে বলেন। স্বাস্থ্যমন্ত্রী থামেননি তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন কংগ্রেসের সাংসদরা। অধ্যক্ষের চেয়ারের সামনে গিয়ে তুমুল হৈ হট্টগোল শুরু করেন তারা। হর্ষবর্ধনের বিরুদ্ধে চলতে থাকে স্লোগান তার মধ্যেই তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর শাসকদলের বেঞ্চের দিকে এগিয়ে যান। সেই সময় দ্বিতীয় সারিতে বক্তব্য রাখছিলেন হর্ষবর্ধন।সামনের সারিতে তার কাছে গিয়ে শাসাতে থাকেন তিনি।বিজেপি সাংসদরা তাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। এদিকে হট্টগোলের মধ্যে হর্ষবর্ধন বলতে থাকেন। রাহুলের এই মন্তব্যের জন্য অধিবেশনের নিন্দা করা উচিত বলে দাবি করেন। তিনি বলেন, ওর বাবা প্রধানমন্ত্রী ছিল কিন্তু আমাদের দলের কোনো নেতা কখনো এই ধরনের খারাপ ভাষা ব্যবহার করেননি। পাল্টা কংগ্রেস সাংসদরা হৈচৈ করতে থাকেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় অধিবেশন মুলতবি করেন স্পিকার।

স্বাস্থ্যমন্ত্রী পরে অভিযোগ করেন, “আমাকে আক্রমণ করার চেষ্টা করেন এবং হাত থেকে নথিপত্র কেড়ে নেন।” স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা শাসক দলের সাংসদদের বিরুদ্ধে সৃষ্টির অভিযোগ তুলেছে কংগ্রেস সাঃসদ শশী থারু। রাহুল গান্ধীও সংসদের বাইরে বলেন, সংসদের বাইরে আমি কোন মন্তব্য করেছি সেটা টেনে এনে অধিবেশনের মধ্যে মন্তব্য করা অসংসদীয়। আসলে বিজেপি আসল সমস্যা থেকে নজর ঘোরাতে চাইছে আমার উত্তর দিতে পারেনি স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *