
আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ মার্চ: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সরব হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। আজ বিকেলে জেলা কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে জলপাইগুড়ি শহরে রাজীব গান্ধীর মূর্তির সামনে মার্চেন্ট রোড অবরোধ করেন। এরপরে রাস্তার ওপর বসে পড়ে ধিক্কার জানাতে থাকেন তারা।
এদিকে কংগ্রেস কর্মীদের এই প্রতিবাদ আন্দোলনের জেরে মার্চেন্ট রোডে যানজটের সৃষ্টি হয়। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, লোকসভার ভেতরে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কিভাবে জনগণের করের টাকা ওই কর্পোরেট হাউজের মালিকের হাতে যাচ্ছে। তার সাথে প্রধান মন্ত্রীর সম্পর্ক কি? বিরুদ্ধ কন্ঠস্বরকে রুদ্ধ করতে চান। তাই বিগত দিনের একটি জনসভার বিষয়কে তুলে এই ঘটনা ঘটানো হয়েছে।
জেলা সভাপতি বলেন, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেবার যে নির্দেশ দেওয়া হয়েছে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপদজনক। আজকের দিনটা গনতন্ত্রের কালো দিন। সারা দেশের জাতীয় কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছেন বলে জানান তিনি।