
আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ: মেদিনীপুর শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তাকে দীর্ঘদিন ধরে খারাপ করে রাখার অভিযোগ উঠেছে। শহরের প্রবেশ পথ নুতন বাজার থেকে জর্জ কোর্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি এমন ভাবে খানাখন্দে ভরা যে মাছ চাষ করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তাতে প্রশাসনের কোনো হেলদোল নেই। দিনের পর দিন ভাঙাচোরা এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস, মালবোঝাই লরি, ট্রাক, ডাম্পারের পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীদের যেতে হচ্ছে।
এর আগে স্থানীয় বিদায়ী কাউন্সিলর সৌমেন খানের উদ্যোগে এই রাস্তাটি মেরামত করা হয়।
এই রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে রয়েছে। ৬ মাস আগেই সেই দপ্তর রাস্তাটি মেরামত করে। কিন্তু রাস্তার কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী নিম্নমানের হওয়ায় সেটি আবার খারাপ হয়ে গেছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বৃহস্পতিবার রাস্তাটি মেরামতের দাবিতে কংগ্রেস নেতা কর্মীরা জগন্নাথ মন্দিরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান, পার্থ ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। রাস্তা অবরোধের কারণে তীব্র যানজট এর সৃষ্টি হয়। এমনকি ছোট্ট শিশুদের স্কুলে র বাস ও অবরোধের কারণে দীর্ঘক্ষণ ধরে আটকা পড়ে যায়।