স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবিধান দিবস বয়কট কংগ্রেসের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ নভেম্বর:
স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবিধান দিবস বয়কট কংগ্রেসের। আর বিধানসভায় জোটধর্ম বজায় রেখে সিপিএম বিধায়করাও বয়কটের রাস্তায় হাঁটলেন। বিধানসভার অধ্যক্ষ মিথ্যাচার করছেন এই অভিযোগকে সামনে রেখে ওয়াকআউট বাম কংগ্রেসের।

বিরোধী দলনেতাকে অপমান করেছে অধ্যক্ষ, এই নিয়ে সংবিধান দিবসের দ্বিতীয় দিনের শেষ লগ্নে এসে অধিবেশন বয়কট করলেন বাম, কংগ্রেস বিধায়করা।
অতীতের কথা তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা
আব্দুল মান্নান বলেন, যারা বিধানসভায় ভাঙ্গচুর করে সংবিধানকে নষ্ট করেছিল বর্তমানে তারাই সংবিধান দিবস পালন করছে। এই সব বিষয়কে সামনে রেখেই বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান বাম, কংগ্রেসের বিধায়করা। পরে এক সাংবাদিক বৈঠকে আব্দুল মান্নান বলেন, স্পিকারের উচিত ছিল সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের বলতে দেওয়া। কিন্তু সেই কাজ বিমান বন্দ্যোপাধ্যায় করেননি। যা কখনই মানা যায় না বলে জানান মান্নান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here