তৃণমূলকে রুখতে কংগ্রেস- সিপিএম জোট নিশ্চিত ঘাটাল পুরসভায়

আমাদের ভারত, মেদিনীপুর, ১ মার্চ: আসন্ন ঘাটাল পুরসভা নির্বাচনে জোট রাজনীতির সমীকরণে সিপিএম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা চূড়ান্ত হতে চলেছে। ১ মার্চ সোমবার ঘাটাল টাউন হলে আনুষ্ঠানিকভাবে দুই দলের কর্মী সভা হয়। সেই সঙ্গে একটি রাজনৈতিক যৌথ মঞ্চ তৈরি করা হয়েছে।  কংগ্রেস কিংবা সিপিএম ঘাটাল পৌরসভার সব ওয়ার্ডে একা লড়াই করার মতো অবস্থায় নেই। তাই একসময়ের প্রতিদ্বন্দ্বী দুই দল জোট রাজনীতির মেরুকরণে এসেছে বলে জেলা কংগ্রেস নেতা অশোক সেনগুপ্ত জানিয়েছেন। তিনি বলেন, আজকের কর্মীসভায় যৌথ মঞ্চের নাম ঘোষণা করা হয়েছে। কী ভাবে ১৭ টি ওয়ার্ডে আসন ভাগ করা হবে,  এ প্রসঙ্গে তিনি বলেন, এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, কয়েক দিনের মধ্যে পরিষ্কার চিত্র দেখা যাবে। আমাদের সব ওয়ার্ডে বুথ কমিটি তৈরির কাজ শেষ হয়েছে।  দু’দলের সভায় আসন সমঝোতা বিষয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত এখনো হয়নি। তবে কংগ্রেস এবং সিপিএম সূত্রের খবর, বোঝাপড়া ও শক্তির ভিত্তিতে আসন ভাগ হবে। কয়েকটি ক্ষেত্রে যৌথ মঞ্চের নামে প্রার্থী দেওয়া হবে।

ঘাটালের বিজেপি নেতা জগন্নাথ গোস্বামী ২৯ ফেব্রুয়ারি ফের জাতীয় কংগ্রেসে ফিরে এসেছেন। পৌরসভা নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। কংগ্রেসের সঙ্গে পুরানো দ্বন্দ্বের বিষয়ে সিপিএম নেতা অশোক সাঁতরা বলেন, এই সময় এসবের কোনও প্রশ্নই আসে না। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের কর্মসূচি, প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যে ঘোষণা করবে বলে দুই দলের জেলা নেতৃত্ব জানিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here