একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের ব্লক ডেপুটেশন

আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুন: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও কৃষকের ফসলের ক্ষতিপূরণ দেওয়া এবং কৃষকদের বিদ্যুৎ বিল মকুব করা সহ বেশ কয়েকটি দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে ডেপুটেশন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

তাদের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক করা এবং করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশাপাশি পরিযায়ী শ্রমিক সহ সকলকে ১০০ দিনের কাজের প্রকল্পে ২০০ দিন কাজ দিতে হবে। জেলার ব্লকগুলিতে ডেপুটেশনে নেতৃত্ব দেন গড়বেতার ভৈরব রায়, গোয়ালতোড়ের সুজিত খান, ডেবরার অশোক হাজরা, চিত্ত জানা সবং থেকে, পিংলা থেকে জয়ন্ত ভৌমিক, নারায়ণ দাস, রবীন্দ্র ঘোষ নারায়ণগড় থেকে, আলম হোসেন চন্দ্রকোনা টাউন থেকে, স্বপন গোস্বামী ঘাটাল থেকে, জগন্নাথ গোস্বামী, শশধর মন্ডল, শ্যামাপদ রায় দাসপুর থেকে, অংশুমান মাঝি, কৌশিক গোস্বামী খড়গপুর থেকে, দেবাশীষ ঘোষ মেদিনীপুর থেকে, সোমনাথ চ্যাটার্জি রাজেশ হোসেন কুনাল ব্যানার্জি অরূপ মুখার্জি ও অজিতেশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *