ওমপ্রকাশ ও গৌতমের হাত ধরে বালুরঘাটে ঘর ভাঙল কংগ্রেসের, যুব নেতা সহ একাধিক নেতৃত্বের যোগদানে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ অক্টোবর: ওমপ্রকাশ মিশ্র ও গৌতম দাসের হাত ধরে বালুরঘাটে ঘর ভাঙল কংগ্রেসের। জেলা যুব কংগ্রেস নেতা সুমিত দত্ত সহ বেশ কয়েকজন নেতৃত্বর তৃণমূলে যোগদানে বিধানসভা ভোটের আগে আলোড়ন দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা তৃণমূল কার্যালয়ে ওম প্রকাশ মিশ্রের হাত ধরে তৃণমূলে যোগ দেন তারা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ওমপ্রকাশ মিশ্র ছাড়াও জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, সুভাষ চাকি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

দলত্যাগী সুমিত দত্ত বলেন, তার হাত ধরে বেশকিছু ব্লক কংগ্রেস নেতৃত্ব আজ তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছে। একদিকে বিজেপির বাড়বাড়ন্ত এবং অন্যদিকে প্রদেশ কংগ্রেসের নিস্ক্রিয়তায় তাদের মতো নেতা কর্মীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। মানুষের কাছে জবাব দেবার তাদের কোনও ভাষা নেই। আর সেই কারণে বিজেপির একমাত্র বিরোধী হিসাবে চিহ্নিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সদলবলে যোগ দিয়েছেন।

জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই কংগ্রেস ছেড়ে নেতাকর্মীরা তাদের দলে ফিরছেন। আরও দলে দলে লোক তৃণমূলের পতাকা তুলে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *