বিক্ষোভ দেখাতে গিয়ে আটক কংগ্রেস নেতৃত্ব 

আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: লকডাউনে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে বিক্ষোভ কর্মসূচি নেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস নেতাদের আটক করল কোতোয়ালি থানার পুলিশ। সোমবার সকালে জেলাশাসকের দপ্তরের গেটের সামনে পরিযায়ী শ্রমিকদের মাসে ১০ কেজি চাল ও বছরে ২০০ দিন কাজ দেওয়ার এবং সমস্ত পরিযায়ী শ্রমিকদের প্রচেষ্টা প্রকল্পের আওতায় নিয়ে আসার দাবিতে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।  আটক করা হয় জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান, সহ সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, কুনাল ব্যানার্জি,পার্থ ভট্টাচার্যকে।

আটক করার প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি  সৌমেন খান বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষ তাদের দাবি নিয়ে সরব হলেই এই সরকার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। জনবিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে।”

কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “এইভাবে আটক করে কংগ্রেসকে দমানো যাবেনা, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে কংগ্রেস সবসময় সরব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *