আশিস মণ্ডল, রামপুরহাট, ২০ ডিসেম্বর: জাতীয় সঙ্গীত বদলের সিদ্ধান্তের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি ও হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ, কার্যকরী সভাপতি মৃণাল বোস। এদিন তারাপীঠ তিন মাথা মোড় থেকে মিছিল বের হয়। এরপর দ্বারকা নদীর সেতুর উপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন।
মিলটন রসিদ বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী সুব্রামনিয়াম স্বামী জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। যে দল জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে তারা কিভাবে কবিগুরুর শান্তিনিকেতনে এসে মায়া কান্না দেখায়। এর জন্য অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তা না হলে কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলনে নামবে”।