স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ জানুয়ারি: চিটফান্ডে সর্বস্বান্ত লগ্নিকারীদের ক্ষতিপূরণের দাবিতে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শয়ে শয়ে কংগ্রেস কর্মী সমর্থক। রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে মিছিলে অংশ নেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি গুহ সহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল-বিজেপির গোপন আঁতাতের প্রতিবাদে এবং সর্বস্বান্ত সাধারণ লগ্নিকারীদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার বিকেলে কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। শিলিগুড়ি মোড়ে এক বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত।