মল্লিক বাজারে দোকান বন্ধ করার চেষ্টা কংগ্রেসের, দোকান খোলাল পুলিশ

নীল বনিক, আমাদের ভারত, ৮ জানুয়ারি: মল্লিক বাজারে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গায়ের জোরে দোকান বন্ধ করার অভিযোগ পুলিশের। পরে পুলিশের আশ্বাসে দোকান খোলা হয়।

বুধবার বেলা ১১টা নাগাদ ধর্মঘট সমর্থকরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করে। এন্টালি বাজার থেকে মিছিল করে কংগ্রেসর সমর্থকরা মল্লিকবাজারে এসে পৌঁছয়। হঠাৎই একদল কংগ্রেস সমর্থক মল্লিকবাজারের বেশ কয়েকটি দোকানে গিয়ে চড়াও হয়। তাদের দোকানের শাটার বন্ধ করতে বলেন কংগ্রেস কর্মীরা। দোকানদারদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় কংগ্রেস সমর্থকদের।

তারপরই ছুটে আসে পুলিশ। পুলিশ কংগ্রেস কর্মীদের বাঁধা দিলে পুলিশের সঙ্গে ওই কংগ্রেস কর্মীদের বচসা হয়। ভীতসন্ত্রস্ত হয়ে বেশ কয়েকজন দোকানদার শাটার বন্ধও করে দেন। আবার পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় এবং দোকান খুলে রাখার কথা বলা হয়। এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তবে পুলিশের কড়া নজড়দাড়িতে বনধ সমর্থকরা আর দোকান বন্ধ করতে আসেননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here