ধারাবাহিক সাফল্য, জয়েন্ট এন্ট্রান্সেও বাজিমাত বাঁকুড়ার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মে: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় বাঁকুড়ার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর জেলার দুই পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকায় প্রথম দশে স্থান করে নিয়ে জেলার সুনাম ও গৌরব বাড়িয়েছেন। এবার রাজ্য মেধা তালিকায় সম্ভাব্য তৃতীয় স্থান দখল করছেন বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ছাত্রী সারা মুখার্জি। পাশাপাশি জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দী সম্ভাব্য অষ্টম স্থান পেয়েছেন। সারার বাড়ি ওন্দা ব্লকের গামিদ্যা গ্রামে।

মেয়ের উচ্চ শিক্ষার জন্য বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে ভর্তি করেছিলেন সঞ্জীব মুখার্জি। এবার উচ্চ মাধ্যমিকে সারার সহপাঠী সুষমা খাঁ বঙ্গবিদ্যালয় থেকে রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় এবং মেয়েদের মধ্যে রাজ্যের প্রথম স্থান পেয়েছেন। ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার বাসনায় উচ্চ মাধ্যমিকের ফলের দিকে সেভাবে নজর দেয়নি সারা। তবুও অল্পের জন্য মেধা তালিকা থেকে ছিটকে গেছে সে। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৭১। সারা দুর্গাপুরের একটি বেসরকারি সেন্টার থেকে কোচিং নিয়েছেন। তবে তার বাবা সঞ্জীববাবু বলেন, সারা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। প্রতিযোগিতা মূলক বিভিন্ন পরীক্ষায় ও বরাবরই ভালো ফল করে এসেছে। সারা ইতিমধ্যেই ব্যঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে চান্স পেয়েছেন। তার ইচ্ছে আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করা।

অপরদিকে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম স্থান লাভ করায় জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া। বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়ার বাসিন্দা অন্নদা রঞ্জন নন্দীর ছোটো ছেলে সাগ্নিক এবার উচ্চ মাধ্যমিকে ৪৮৩ নম্বর পাওয়ায় অল্পের জন্য তার রাজ্য মেধা তালিকায় স্থান হয়নি। সেই আক্ষেপ পুষিয়ে দিয়েছে সাগ্নিক। তার ইচ্ছে জিইই অ্যাডভান্স-এ ভালো ফল করে আইআইটিতে ভর্তি হওয়া। যদি তা না হয় তাহলে রাজ্যেরই ভালো কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার মনস্থির করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *