পুরভোটের আগেই হিন্দুত্বের ঝড় তুলতে কয়েকমাসের মধ্যে রামমন্দির নির্মাণ শুরু হবে, জানালেন অমিত শাহ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ:
রাজ্যে পুরভোটের আগেই শহিদ মিনারে রামমন্দির নির্মাণ নিয়ে হিন্দুত্বের ঝড় তুললেন অমিত শাহ। বাংলার মানুষকে রাম মন্দির নির্মাণ নিয়ে একপ্রকার আশ্বস্ত করলেন তিনি। অমিত শাহ বলেন, আমারা ৭০ বছর ধরে রামমন্দির নির্মাণ নিয়ে লড়াই করছি। তবে, এবার প্রতীক্ষার অবসান। কয়েক মাসের মধ্যেই রামমন্দির নির্মাণের কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী নিজে এবারে উদ্যোগ নিয়েছেন বলে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন অমিত শাহ। রামমন্দির নির্মাণের কথা উঠতেই শহিদ মিনার চত্বরে জয় শ্রীরাম ধ্বনি উঠতে থাকে। জয় শ্রীরাম ধ্বনির আওয়াজ এতটাই জোরে ছিল যে একসময়ে অমিত শাহ তাঁর নিজের বক্তব্য থামিয়ে দেন। জনতার সেই জয় শ্রীবরাম বলে চিৎকার অমিত শাহ মঞ্চের উপর থেকে উপভোগ করতে থাকেন।

এরপরেই সংখ্যালঘু তোষণ নিয়ে মমতা সহ বিরোধীদের আক্রমন করতে শুরু করেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি তোষণের রাজনীতি করে না। এরাজ্যে তুষ্টিকরণের রাজনীতি হয় বলেই দুষ্কৃতিরা ট্রেন, বাস জ্বালিয়ে দেয়। তবে বিজেপি সরকার গঠন করলে তুষ্টিকরণের রাজনীতি হবে না বলে পরিস্কার জানান অমিত শাহ। তোষণের রাজনীতি হয় বলেই অনুপ্রবেশকারিদের এখানে আশ্রয় দেওয়া হয়। তাদের ভোটব্যাঙ্কের কারণেই দীর্ঘসময় বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারিদের রাজ্য সরকার মদত দিয়ে আসছে বলে অভিযোগ করেন অমিত শাহ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here