তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে থমকে পুরানো ঝালদা গ্রামের রাস্তা নির্মাণ

সাথী দাস, পুরুলিয়া, ২৮ নভেম্বর: তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে থমকে গেলো পুরানো ঝালদা গ্রামের রাস্তা নির্মাণ। নির্মাণের দাবিতে গ্রামবাসীদের সাথে একজোট হয়েছে কংগ্রেস ও বিজেপি। তৃণমূলের নব্যদের প্রশ্ন একটি রাস্তা দ্বিতীয়বার পিসিসির অনুমোদন পায় কী করে? পুরানোদের অভিযোগ, যুবরা বাধা দিচ্ছে উন্নয়নে। এই নিয়েই তোলপাড় এলাকায়। ঘটনাটি ঝালদা থানার পুরানো ঝালদা গ্রামের। ওই গ্রামের দুটি রাস্তা। একটি রজক পাড়া থেকে শিব মন্দির পর্যন্ত। অন্যটি হরি মন্দির থেকে বড়তল পর্যন্ত। রাস্তা দুটি পচা কাদার গন্ধে নাক টিপে পারাপার করতে হয় পথচারীদের। নোংরা জল বয় রাস্তায়। চলার অযোগ্য হয়ে রয়েছে।

গ্রামের বাসিন্দা তনুশ্রী বিট, শিক্ষক তথা কংগ্রেস নেতা বিষ্ণুপদ রজক, বিজেপি নেতা ধর্মেন্দ্র রজক, অশোক কুইরি প্রমুখরা বলেন, গত তিন দশক আগে রাস্তাটি পাকা হয়েছিল। তারপর সংস্কারের অভাবে এমন অবস্থা হয়েছে। রাস্তায় প্রায় সময় ঘটে দুর্ঘটনা। রাস্তাটি সংস্কারের জন্য অনুমোদন পেয়েছে। তাতে বাধা দিচ্ছে তৃণমূলেরই একাংশ। আমরা সকলে চাই রাজনীতি ভুলে গ্রামের রাস্তাটি হোক। সাথে হোক জল নিকাশি ব্যবস্থা

স্থানীয় ঝালদা দরদা গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম রজক জানান, রাস্তা দুটি সংস্কারের জন্য টাকা মঞ্জুর হয়ে গেছে। কিন্তু অন্য গ্রামের একজন অভিযোগ করায় কাজ শুরু করা যায়নি। তারা এই গ্রামের অবস্থা কি বুঝবে? আসলে তারা উন্নয়ন চায় না।

এদিকে অভিযোগকারী তৃণমূল নেতা শেখ রোশন আলি নিজের অভিযোগে অনড়। তিনি জানান, রাস্তা হোক কিন্তু যেখানে রাস্তা আছে সেখানে করে লাভ কী? তাই প্রশাসনকে তদন্ত করে রাস্তা নির্মাণের জন্য অভিযোগ করেছি।

বিষয়টি নিয়ে ঝালদা ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাস জানান, কী অবস্থায় রয়েছে রাস্তাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *