নদী বাঁধের নিচে নির্মাণ ভাঙ্গা শুরু

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: ঘাটালে শিলাবতী নদী বাঁধের নিচে সুড়ঙ্গ করে যে নির্মাণ কাজ চলছিল বৃহস্পতিবার থেকে তা ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। ঘাটালের ষোল নম্বর ওয়ার্ডের অনুকূল আশ্রমের রাস্তায় স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক কার্তিক মাইতি বাঁধের নিচে সুড়ঙ্গ করে নির্মাণ কাজ চালাচ্ছিলেন।

যা নিয়ে শোরগোল শুরু হতেই গত ৮ ফেব্রুয়ারি ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ রেস্টুরেন্ট মালিককে নোটিশ দিয়ে বাঁধের ওই অংশ সাত দিনের মধ্যে মেরামত করে দেওয়ার নির্দেশ দেন। সেইমতো বৃহস্পতিবার রেস্টুরেন্ট মালিক কার্তিক মাইতি নির্মাণ ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছেন। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল জানিয়েছেন, শিলাবতী নদীবাঁধের নির্দিষ্ট সীমার মধ্যে যাতে এরকম অবৈধ নির্মাণ না হয় সেজন্য সেচ দপ্তর ও পুরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here