
আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: মেদিনীপুর সদর ব্লকের ফুল পাহাড়িতে বজ্রাঘাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ফুল পাহাড়ি এলাকার বিদ্যাসাগর পল্লীতে বৃহস্পতিবার বিকেলে নারায়ণ ব্যানার্জি নামে এক ব্যক্তির বাড়ির ছাদ মেরামতের কাজ করছিলেন শেখ গণি নামে ওই নির্মাণ শ্রমিক। ওই সময় বাজ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে পুলিশ জানিয়েছে।