কিশোরীকে তার বাড়িতেই শ্লীলতাহানি করার অভিযোগে গণপিটুনির শিকার নির্মাণকর্মী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ ফেব্রুয়ারি: এক কিশোরীকে তার বাড়িতেই শ্লীলতাহানি করার অভিযোগে গণপিটুনির শিকার নির্মাণ কর্মী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।

সূত্রের খবর, রানাঘাট পুরসভার ১নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছিল। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ির ১০বছরের কিশোরী মেয়ে বাথরুমে গেলে তাকে সেখানেই শ্লীলতাহানি করে গোপাল নামের এক নির্মাণ কর্মী বলে অভিযোগ। ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানানোর পরই স্থানীয়রা ওই যুবককে ব্যাপক মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here