কল্যাণীর নির্মীয়মান এইমস–এর ভিতরে নির্মাণ কর্মীদের ঝুপড়িতে আগুন, আহত ৩

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ ফেব্রুয়ারি: কল্যাণীতে নির্মীয়মান এইমসের ভিতর নির্মাণ কর্মীদের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, সোমবার সকালে হঠাৎই কল্যাণী এইমসের নির্মাণ কর্মীদের ঝুপড়িতে আগুন লেগে যায়। অভিযোগ, রান্না করার সময় অসতর্কতা বসত এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতে। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনায় তিন জন নির্মাণ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here