ফের বড়ঞায় কন্টেনার ভর্তি বোমা উদ্ধার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ জানুয়ারি: শুক্রবার সাতসকালেই কন্টেনার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বড়ঞার ডাকবাংলোর কৃষক বাজার সংলগ্ন মাঠে। দিন কয়েক আগেই এই একই জায়গা থেকেই উদ্ধার হয় ঝোলা ভর্তি তাজা বোমা, তার রেস কাটতে না কাটতেই শুক্রবার সকালে ফের আবার একটি কন্টেনার ভর্তি তাজা বোমা উদ্ধার করলো বড়ঞা থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বাড়ছে হিংসা ও রাজনৈতিক দ্বন্দ্ব, যার কারণেই বারবার এই বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। তাদের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করুক।

পুলিশ প্রশাসন জানিয়েছে, কি কারনে বোমা মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য।

বিধানসভা নির্বাচন আগে বড়ঞা এলাকায় এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সকালে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here