প্রসঙ্গ বিদ্যাসাগর! ভবানীপুর ভোটের প্রচারে মমতার ভুল ধরিয়ে দিলেন শুভেন্দু

রাজেন রায়, কলকাতা, ২৬ সেপ্টেম্বর:  বছর দুয়েক আগে অমিত শাহের শাহী যাত্রায় সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার ঘটনা ঢুকে গিয়েছিলেন বঙ্গ রাজনীতিতে। আজ রবিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। স্বাভাবিকভাবেই ভবানীপুর উপনির্বাচনের আগে সেই ঘটনা প্রবলভাবে ফিরে এল তৃণমূল-বিজেপির রাজনীতির প্রচারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার যদুবাবুর বাজারে ভোট প্রচারে গিয়ে বিদ্যাসাগরের কততম জন্মদিন তা নিয়ে যখন খানিক ‘ধন্দে’। সদর স্ট্রিটে তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ‘মাননীয়া’র ভুল ধরাতে ব্যস্ত।
এদিন যদুবাবুর বাজারে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ বছর পূর্ণ হল। আজ তাঁর পবিত্র জন্মদিন।” মঞ্চে উপবিষ্ট কেউ তখন ধরিয়ে দেন, ২০১। তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক বছর আগে থেকেই শুরু হয়। ২০০। ২০১।” এর পরেই ২০১৯ লোকসভা ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বিজেপি ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙ্গেছিল। এর আমরা তীব্র নিন্দা করি।”

এরপরই সদর স্ট্রিটে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে গিয়ে বলেন, “আমার কাছে মাননীয়ার যদুবাবুর বাজারের বক্তব্যগুলো এল। শনিবার চেতলাতে উত্তরগুলো আমরা এমন কড়া কড়া দিয়েছি, আজ আর নন্দীগ্রামের কথা বলেননি। আজকে বলছেন, আজ নাকি বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবস। এই বাংলার মুখ্যমন্ত্রী জানেন না, আজ তাঁর ২০১তম জন্মদিন। এটাই বাংলার দুর্ভাগ্য। উনি বলছেন ২০০ তম জন্মদিন। আজ শুনে রাখুন কাল কারেকশন করে নেবেন। আজ ২০২ তম এবং ২০১ পূর্তি।”

একইসঙ্গে মমতার ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, “আপনার ভাইপো, এই পার্টির যিনি মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিছুদিন আগে বলেছিলেন বর্ণপরিচয়ের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো কালচার। এই তো জ্ঞান।”

মণীষীদের নিয়ে রাজনীতি এ রাজ্যে গত কয়েক বছরে বেশ ‘ট্রেন্ডিং’। আর কাকতালীয় ভাবে বার বার সেই আলোচনায় উঠে আসেন যে মানুষটি, তাঁর হাত ধরে বাঙালির বর্ণ পরিচয় হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। সেই ২০১৯-এর লোকসভা ভোট থেকে চলে আসছে এই ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *