আমাদের ভারত, ৫ ডিসেম্বর:এর আগেও বিতর্কিত মন্তব্য করে তিনি বিপাকে পড়েছেন। বলা যায় বিতর্ক, সমালোচনা তার সঙ্গী। কখনো তিনি এমএস ধোনি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন কখনো আবার নির্বাচকদের যা খুশি বলেছেন বলে অভিযোগ। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা কিন্তু এবার একটি সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কৃষক আন্দোলনের মাঝে আচমকাই হাজির হয়েছিলেন যোগরাজ সিং। আর সেখানে গিয়ে তিনি বলে বসেন,” হিন্দুরা গদ্দার ওরা ১০০ বছর মোগলদের গোলাম হয়েছিল।”
এই অসংবেদনশীল মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তাকে গ্রেফতারের দাবি উঠেছে দেশজুড়ে। দিল্লি সীমান্তে নয়া কৃষি আইনের বিরোধিতা করে কয়েক লাখ কৃষক অবস্থান বিক্ষোভ করছে। নয়া কৃষি আইনের বিরোধিতা করে ৮ ডিসেম্বর তারা বনধ ডেকেছেন। তবে এখনো পর্যন্ত এই আন্দোলন মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে। কিন্তু সেখানে যোগরাজ সিংয়ের এই মন্তব্য অরাজকতা সৃষ্টি করবে বলে দাবি করছেন অনেকে।
যোগরাজ সিং হিন্দু মা বোনেদের সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ। খোলা মঞ্চ থেকেই এই বিতর্কিত অসংবেদনশীল মন্তব্য করেছেন তিনি। তার পুরো বক্তব্য মোবাইলে রেকর্ড হয়েছে। সেই রেকর্ডিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই বহু মানুষ তাকে গ্রেফতারের দাবি তুলেছেন। হিন্দু শিখ ভাই ভাই, কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগের যোগরাজের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।
"Ye Hindu gaddar hai, sau saal mughalo ki ghulami ki"
Hateful people like Yograj Singh have hijacked the farmers protests to peddle their Anti-Hindu propaganda.
"Inki Aurate take-take k bhaw bikti" @NCWIndia please listen to this video and take action against Yograj Singh 😡 pic.twitter.com/ldjiyJyJmO
— Atul Ahuja (@Atulahuja_) December 4, 2020
কৃষক আন্দোলনের মাঝে তিনি হঠাৎ কেন এই সাম্প্রদায়িক মন্তব্য করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে? প্রশ্ন উঠেছে যোগরাজ যখন এসব মন্তব্য করেন কেন আন্দোলনরত কৃষকরা এই ব্যাপারে প্রতিবাদ করলেন না, তা নিয়েও।