মা সীতাকে অপমানজনক মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর, বিতর্কের ঝড় রাজ্য পেড়িয়ে দিল্লিতেও

আমাদের ভারত, ১৬ জানুয়ারি: গত সপ্তাহে ব্যারাকপুরের সভায় ভগবান রাম-সীতা সম্পর্কে কল্যান বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। হিন্দু ভাবাবেগ আঘাতের অভিযোগে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনকি তৃনমূলের এই সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফ আই আরও। প্রতিবাদের ঝড় পৌঁছেছে দিল্লি পর্যন্ত।

জানা গেছে ব্যরাকপুরে একটি দলীয় সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এই মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সীতাকে নিয়ে একটা জোক বলব। সীতা রামকে বলেন ভাগ্গিস রাবণ আমায় হরণ করেছিল। যদি তোমার চ্যালার দল, যারা মাথায় গেরুয়া ফেট্টি বাঁধে জয় শ্রী রাম বলে চিৎকার করে , তারা হরণ করত, তাহলে আমার অবস্থা উত্তর প্রদেশের হাথরসের ওই মেয়েটির মত হতো।” তৃণমূল সাংসদের মা সীতাকে নিয়ে মন্তব্য ঘিরেই শুধু রাজ্য নয় দিল্লির রাজনীতিও উত্তাল হয়েছে। প্রশ্ন উঠেছে কেন ভগবান রাম-সীতাকে হাথরসের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হলো?

বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল কি এখন এই ভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করে তুষ্টিকরণের রাজনীতি করবে? “এই ঘটনায় কল্যান বন্দ্যোপাধ্যায় হিন্দু হওয়া নিয়েই টুইটারে প্রশ্ন তুলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি রামভক্তদের জিজ্ঞেস করেছেন তারা কি এর জবাব দেবেন না? অন্যদিকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এই মন্তব্যকে মা সীতাকে গালি গালাজ করে হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন অভদ্র ভাষায় মা সীতাকে গালি গালাজ করেছেন কল্যান বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য কোটি কোটি হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছে।” তিনিও তৃনমূলের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করে প্রশ্ন তুলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতারা কি অন্য কোনো ধর্ম সম্পর্কে এই ধরণের অপমান জনক মন্তব্য করতে পারবেন? কোন ধর্মের জন্যেই এটা করা উচিত নয়। অথচ তৃণমূল কংগ্রেস সেই কাজ করছেন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করছেন এটা অপরাধ।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন।

এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্ব। হাওড়ার বিজেপি যুব মোর্চার এক নেতা এফ আই আর দায়ের করেছেন। কলকাতার শ্যামপুকুরে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অমিয় কুমার সরকারও তার বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন। অমিয় বাবুর অভিযোগ,” মা সীতার নামে যে ভাষা ব্যবহার করেছেন কল্যান বন্দ্যোপাধ্যায় তাতে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত। সেই কারণেই আমরা এই অভিযোগ করেছি। হিন্দু দেবী সম্পর্কে এই কুরুচিপূর্ণ মন্তব্যে তীব্র বিরোধিতা করছি আমরা, এটি অপরাধ। এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আদালতের দ্বারস্থ হবো।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here