“গান্ধীজীর স্বাধীনতা সংগ্রাম আসলে ছিল সাজানো নাটক” বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের

আমাদের ভারত,৩ ফেব্রুয়ারি:মহাত্মা গান্ধীর দেশের জন্য করা স্বাধীনতা সংগ্রাম ছিল আসলে সাজানো নাটক। এমনই মন্তব্য করে বের বিতর্কের ঝড় তুললেন কর্নাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। এর আগেও তার একাধিক বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে।

বিজেপির এই সাংসদের কথায় কথায় ইতিহাসের পাতায় গান্ধীজির ক্রিয়া-কলাপ পড়ে তার রক্ত রাগে ফোটে। শনিবার বেঙ্গালুরুর একটি জনসভায় তিনি বলেন, “গান্ধীজির মত ধরনের নেতারা কোনদিন পুলিশের মার খাননি, কারণ এদের স্বাধীনতা সংগ্রাম ছিল আসলে একটা বড় নাটক। ব্রিটিশদের সম্মতিতে এরা স্বাধীনতার লড়াই করতে নেমেছিলেন। এটা সত্যি কারের কোন সংগ্রাম ছিল না। এটা ছিল স্বাধীনতা সংগ্রামের নামে ছিল একটা সমঝোতা।”

হেগড়ে আরো বলেন, “গান্ধীজীর অনশন কিংবা সত্যাগ্রহ সবটাই ছিল নাটক। কংগ্রেসের সমর্থকরা বলেন, যে গান্ধীজী সত্যাগ্রহের জন্য ভারত স্বাধীন হয়েছে কিন্তু তা কখনোই সত্যি নয়। অথচ এ ধরনের লোকেরাই আমাদের দেশে মহাত্মা নামে পরিচিত।”

বিজেপির সাংসদ অনন্ত কুমার হেগড়ে কর্নাটকের উত্তর কন্নরের ছয় বারের সংসদ। বেশ কয়েকবারই বিতর্কিত মন্তব্যের জন্য বহুল পরিচিত এই বিজেপি নেতা। প্রথম মোদী সরকারের মন্ত্রিসভায় থাকলেও, দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় স্থান হয়নি তার। এর আগে লোকসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল গান্ধীকে “হাইবিড টাইপ” বিতর্কের ঝড় তুলেছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here