মুকুবের প্রচার করবেন চিকিৎসকরা! পুরসভার স্বাস্থ্য বিভাগের বার্তায় বিতর্ক

রাজেন রায়, কলকাতা, ১৮ ডিসেম্বর: ডাক্তারি ছেড়ে নাকি কর মুকুবের প্রচার করবেন চিকিৎসকরা। পুর চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন একটি বার্তা পাঠান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সিএমওএইচ (৩) সুব্রত রায় চৌধুরী। আর সিএমওএইচের বার্তায় রীতিমতো রাগে ফুঁসছেন পুর চিকিৎসকরা। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনকে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা অপমানের শামিল বলে দাবি চিকিৎসকদের।

ওই বার্তায় চিকিৎসকদের জানানো হয়েছে, বিজ্ঞপ্তি জারির ২৪ ঘন্টার মধ্যে অটোর ব্যবস্থা করতে হবে। অটোয় থাকবে কর মুকুব সংক্রান্ত ঘোষণার প্রচার পত্র, পেনড্রাইভ ও অ্যাসেসমেন্ট বিভাগের একজন কর্মী। ডেঙ্গু বা অন্যান্য বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার এভাবে চালালেও তাদের অভিজ্ঞতা এবার রাজনীতির কাজে ব্যবহার হচ্ছে বলে দাবি চিকিৎসকদের।

স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএম‌ওএইচ(৩) সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, মেম্বার অ্যাডমিনিস্ট্রেটরের (হেলথ) নির্দেশে এই বার্তা দেওয়া হয়েছে। কলকাতা পুর স্বাস্থ্য বিভাগের এক পদস্থ আধিকারিক অবশ্য এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না। তাঁর কথায়, “অটোর ব্যবস্থা করে ডেঙ্গু বা পুর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রচারের অভিজ্ঞতা স্বাস্থ্য আধিকারিকদের রয়েছে। তাই অটোর ব্যবস্থা কীভাবে করা যায় তা পুর চিকিৎসকদের নখদর্পণে আছে। সে জন্য কাজের সুবিধার্থে স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে বিতর্কের কিছু নেই।” যদিও তার এই বক্তব্যে সন্তুষ্ট নয় পুর চিকিৎসকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here