মাধ্যমিকের মেধাতালিকায় কোচবিহারের উজ্জ্বল তিন কৃতী

কোচবিহার, নিজস্ব প্রতিনিধি, ১৫ জুলাই: এবার কোচবিহার জেলায় মাধ্যমিকে মেধাতালিকায় রাজ্যের তিন কৃতী। মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে কোচবিহারের দুই ছাত্র। মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র করণ দত্ত, প্রাপ্ত নম্বর ৬৮৬। একই নম্বর পেয়েছে দিনহাটা গোপালনগর হাই স্কুলের ছাত্র ঋতম বর্মন। দশম স্থান অধিকার করেছে কোচবিহার মহারানি ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি রায়, প্রাপ্ত নম্বর ৬৮৩। প্রত্যেকেই ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। ছাত্র ছাত্রীদের সাফল্যে খুশি জেলার মানুষ।

কোচবিহার শহরের পার্শ্ববর্তী মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র করণ দত্ত বাবুরহাটে থাকেন, বাবা প্রাক্তন বিএসএফ কর্মী মা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, এরই ফাঁকে ছেলের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছেন। প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক ছিল তার। সাফল্যে খুশি বাবা ও মা। করণ বিজ্ঞান নিয়ে পড়তে চায় তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নেই তার।

কোচবিহার ইন্দিরা দেবী হাই স্কুলের ছাত্রী সম্প্রীতির রায়। বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। সম্প্রীতির প্রতিটি বিষয়ে শিক্ষক ছিল। অংক বরাবরই পছন্দের বিষয়, তাই ভবিষ্যতে অংক নিয়ে পড়াশোনা করতে চায় সে। দুজনেই নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চায়। মাস্টারমশাই দিদিমণিরা যথেষ্ট সাহায্য করেছে ওদের, বলে জানিয়েছে তিন কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *