
আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মার্চ: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন স্তরের মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাঁকুড়া জেলার মানুষও বাদ যায়নি। জেলা সদরের বিভিন্ন মানুষ মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দান করে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু অর্থ দিয়েই নয়, বিভিন্ন ভাবে করোনা আক্রমনের হাত থেকে বাঁচাতে নানারকম ভাবে সহযোগিতা করছেন বাঁকুড়া জেলার মানুষ। এবার এক অভিনব সহযোগিতা করলো করোনা মোকাবিলায় আবাসনে থাকা আবাসিকরা। বাঁকুড়া শহর লাগোয়া গ্রিন গার্ডেন আবাসনের আবাসিকরা তাঁদের আবাসনের মেইনটেনেন্স ফান্ড থেকে অর্থ বরাদ্দ করে সেই অর্থ দিয়ে চল্লিশটি ম্যাট্রেস কিনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জন্য পৌঁছে দিলেন।
শনিবার দুপুরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দেওয়া বাসে করে আবাসনের আবাসিকরা ম্যাট্রেস গুলি পৌঁছে দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ধরনের সহযোগিতা হাসপাতালকে অনেকটা সাপোর্ট দেওয়ার কাজে লাগবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ধরনের সহযোগিতা বা যেকোনো ধরনের সহযোগিতা প্রমাণ করছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পাশে রয়েছে সবাই। এর ফলে উৎসাহিত হবে হাসপাতালের কর্মী চিকিৎসক ও নার্সিং স্টাফরা এমনটাই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবাসনের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানিয়েছেন আগামীদিনেও তারা বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।